শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন

জাগ্রত সাহিত্য পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে জাগ্রত সাহিত্য সম্মাণনা পেলেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. মোঃ আবু তাহের

নিজস্ব প্রতিবেদকঃ গত ১২ নভেম্বর শনিবার দিনব্যাপী ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাগ্রত সাহিত্য সম্মাণনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। মনমুগ্ধকর উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, গবেষক ও সাংবাদিক মাহ্মুদুল হাসান নিজামী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি, সংগঠক ও গবেষক শামীম রুমি টিটন, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাঙালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সংগঠক ড. মোঃ আবু তাহের, কবি নজরুল গবেষক মুন্সী মোঃ নজরুল হোসাইন টিটু, কবি ও সংগঠক খান আকতার হোসেন, কবি ও সংগঠক সৈয়দা রুখসানা জামান শানু, কবি ও সংগঠক হাসিনা মমতাজ, কবি ও সংগঠক নাহিদ রুকসানা, কবি ও সংগঠক অবসর প্রাপ্ত মেজর পলক রহমান, কবি ও সংগঠক এস এম দেলোয়ার জাহান সহ দেশের বিখ্যাত অন্যান্য কবি সাহিত্যিকগণ। শুরুতেই সারাদেশ থেকে আগত বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠাতাদের মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লেখক ও সংগঠক বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ বাংলাদেশ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোঃ আবু তাহের। উক্ত অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কবি ও সংগঠক লায়ন সালেহ আহমদ।

দুপুর ১২ টায় শুরু হয় জাগ্রত সাহিত্য সম্মাণনা-২০২২ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ সভাপতি জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম। স্বাগত বক্তব্য পেশ করেন ছড়াকার আতিক হেলাল। সারাদেশ থেকে প্রায় চারশত কবি সাহিত্যিকদের অংশগ্রহণে মাঝে মাঝে কবিতা আবৃত্তি ও গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সারাদেশের কবি সাহিত্যিকদের সার্থক মিলন মেলায় রূপ নেয়। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাগ্রত সাহিত্য পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা শিহাব রিফাত আলম।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.