শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরের নিজপাট ইউপিতে নির্বাচিত চেয়ারম্যান ইন্তাজ

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলার একমাত্র জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউপির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে ইন্তাজ আলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

সরজমিন, ৯টি ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা ব্যাপক আগ্রহ নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। ৯টি কেন্দ্রের কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভাবে ৯টি ভোট প্রদান শেষ হয়।

এদিকে ভোট কেন্দ্র পরিদর্শন করেন উপজেলার প্রধান রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নূসরাত আজমেরী হক। উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট রিপামনি দেবী। কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এস.পি মো. আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজী উল্লাহ। এছাড়া কেন্দ্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে র‌্যাব ও বিজিবি‘র টহল টিম সার্বক্ষনীক ভাবে নিয়োজিত ছিল।

রুপচেং কেন্দ্রের ভোটার ইনচান আলী বলেন, অতিতের সকল নির্বাচনের চাইতে নিজপাট ইউপির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্টিত হয়েছে। শান্তিপূর্ণ ভাবে ভোটাররা তাদের প্রার্থীদের ভোট দিয়ে যাচ্ছে।

হর্নি এলাকার ভোটার শরিফ আহমদ বলেন, এই কেন্দ্রে কোন প্রকার উত্তেজনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়েছে। এছাড়া পুরুষের চাইতে নারী ভোটারদের উপস্থিতি বেশি। ফুলবাড়ী কেন্দ্রের কেন্দ্রের ভোটার হোসেন আহমদ বলেন, এ কেন্দ্রেটি সবচেয়ে ঝুকিপূর্ণ হলেও বেশির ভাগ বুথ খোলা আকাশের নিচে তৈরী করা হয়। ব্যাপক ভোটারদের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়েছে।

চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন, নাজিম উদ্দিন, ইন্তাজ আলী, আব্দুল মালিক পাখি প্রতিবেদককে বলেন, সকাল হতে প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়েছে। ভোটারা ব্যাপক উপস্থিতি ছিল। ভোট নিয়ে তাদের কোনো আপত্তি নেই।

অপরদিকে ভোট গননা শেষে অনানুষ্ঠানিকভাবে উপজেলা প্রধান রির্টানিং কর্মকর্তা নূসরাত আজমেরী হক সতন্ত্র প্রার্থী মো. ইন্তাজ আলী অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন ৷

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.