শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তজার্তিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আজিজুল হক খোকন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারুক আহমেদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম ও জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এস আই) কাজী শাহেদ আহমদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তফাজ্জুল হোসেন, সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অভিবাসীরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছেন জীবন জীবিকার তাগিদে। অনেকেই বৈধ-অবৈধ পথে বিদেশ পাড়ি জমিয়েছেন। বিদেশ গামীদের সরকারি যাবতীয় নিয়মনীতি মেনে বৈধ পথে বিদেশ গিয়ে নিজ দেশের আত্মমর্যাদা বৃদ্ধি করতে অভিবাসীদের প্রতি আহবান জানান।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.