শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন

” টস “

মোঃ এনামুল হক
মানিব্যাগ থেকে কয়েনটা বের করে টস করে নিলাম-
শাপলা পড়লে আজ বিন্দাস ঘুরবো,
উল্টোটা হলে হাত-পা ছড়িয়ে সারাদিন ঘুমাবো!
কয়েনটা শূন্যে ছুড়ে দিয়ে আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম,
মেঝেতে টুংটাং শব্দ করে কয়েক পাক ঘুরে গড়িয়ে গড়িয়ে কয়েনটা কোথাও হারিয়ে গেল!
খাটের নীচে খুঁজলাম,
ভারী ওয়ারড্রবটা কোনোমতে সরিয়ে ইতি-উতি খুঁজলাম-
না নেই,
ভোঁজবাতির মতো উধাও হয়েছে কয়েনটা!
নিজের হাতের উপর খুব বিশ্বাস ছিল আমার,
জানতাম উপর থেকে নেমে আসা কয়েন ছোঁ মেরে লুফে নিতে কোনোই ভুল হবে না,
তাই বিছানার উপর টস না করে মেঝেতে দাঁড়িয়ে ভাগ্যপরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম,
কয়েনটা উর্ধ্বে ছুঁড়ে ঠোঁট উলটে হাসতে হাসতে মনে মনে আওড়াচ্ছিলাম,
“কয়েন পাকরানা- ইয়ে তো মেরে এক হাত কি খেল হ্যায়!”
কিন্তু দুই হাত জড়ো করার পরেও কোনো এক ফাঁক গলে ঠিকই বেরিয়ে গেছে কয়েনটা!
চাইলে কয়েনটা ঠিকই ভাগ্য নির্ধারণ করে দিতে পারতো,
কিন্তু কয়েনের ভাগ্য নির্ধারকও তো একজন আছেন!
অতি আত্মবিশ্বাসী অহংকারী কারো মুঠোয় কয়েনটা গচ্ছিত থাকুক-
তিনি হয়তো সেটা চাননি!

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.