রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

টাংগুয়ার হাওর পাড়ের সরকারের নির্বাচনী পথ সভা

শামছুল আলম আখঞ্জী তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা:- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর পাড়ের জনমানুষের সাথে, (মন্দিয়াতা গ্রাম) হাটখোলা বাজারে, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত( সুনামগঞ্জ ১ আসনে) সংসদ সদস্য প্রার্থী  এড. রঞ্জিত চন্দ্র সরকারে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয় ।
আজ শুক্রবার( ২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার মন্দিয়াতা গ্রামের ( হাটখোলা বাজারে) ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ, দলের  অঙ্গ সংগঠন, ও স্থানীয় সর্বজনের আয়োজনে, নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয় ।
নির্বাচনী আলোচনার পূর্বে,বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থী এড রনজিত চন্দ্র সরকার কে স্বাগত জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে  বরণ করেন স্থানীয় নেতা কর্মীরা।
উক্ত পথ  সভায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মনির মিয়া’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ভাটি অঞ্চলের গণ মানুষের প্রাণ প্রিয় নেতা,রাজনৈতিক অঙ্গনের সুপরিচিত ব্যক্তি, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, সুনামগঞ্জ ১আসনে, আওয়ামী লীগের মনোনীত এম,পি প্রার্থী এড রনজিত চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান, সিনিয়র সহসভাপতি আলী মুর্তজা, এলাকা বাসীর পক্ষে  স্বাগত বক্তব্য রাখেন, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য সাজিনূর মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা,  আলমগীর হোসেন খোকন উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবুল খায়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন,  উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম ইকবাল, ৯নং আওয়ামীলীগের সাধারন  সম্পাদক আল আমিন, আওয়ামী নেতা, জাহিদ হাসান, ৮নং ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি শামনূর আখঞ্জী, ৭ং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমানূর মিয়া, ৮ন ং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন আখঞ্জী,  আওয়ামী লীগ নেতা জুনায়েদ আওয়ামী লীগ, ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ প্রমুখ।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যের মাধ্যমে
সকল ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। তিনি আরও বলেন, আমি ও হাওর পাড়ে সন্তান, হাওর বাসীর দুঃখ যন্ত্রণার অংশীদার, আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে  নির্বাচিত করলে, আপনাদেরকে সঙ্গে নিয়ে হাওরের জীবন মান উন্নয়নে কাজ করবো।
সুনামগঞ্জ এক আসনে ভোটার সংখ্যা রয়েছে, ৪লক্ষ  ৬৫ হাজার ৬শত৫২ জন ভোটার । এই সম্মানিত ভোটারদের মন জয় করতে,রাত দিন,  হাট- বাজারে  নির্বাচনী পথ সভায় ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীগণ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ই জানুয়ারী অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, যার কারণে প্রার্থীগন নাওয়া খাওয়া ফেলে জনসংযোগ স্থাপনে সময় অতিবাহিত করছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.