রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন

ডিজিটাল বিশ্বের নেতৃত্ব দেবেন বাংলাদেশের তরুণেরা: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ডিজিটাল বিশ্বের নেতৃত্ব দেবেন দেশের মেধাবী তরুণেরা। তাঁদের সুযোগ্য করে গড়ে তুলতে হবে। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ওপর জোর দিতে হবে। আমরা নিজেদেরকে স্মার্ট হিসেবে গড়ে তুললে দেশও স্মার্ট দেশ হিসেবে গড়ে উঠবে।

শনিবার সকাল ১১টায় চুনারুঘাট দক্ষিনা চরন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হবিগঞ্জের জেলা প্রশাসক জিলুফা সুলতানার সভাপতিত্বে তারুন্যের সভায় তিনি এ কথা গুলো বলেন।

সভায় বক্তব্য রাখেন এডভোকেট আবু জাহির, এমপি, ব্যারিস্টার সৈয়দ সায়েদুর হক সুমন এমপি, এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ এমপি, হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা রায়হানা, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সাংবাদিক ফারাবী হাফিজ, দেশের অন্যতম র্শীষ ভিডিও ব্লগার সোলায়মান সুখন, তৌহিদ আফ্রিদি, সালমান মুক্তাদির।

আইসিটি প্রতিমন্ত্রী পলক আরও বলেন, সোনার বাংলা গড়ে তুলতে হলে, সোনার মানুষ তৈরী করতে হবে। আপনারা ভোট দিয়ে ব্যারিস্টার সুমনকে এমপি হিসেবে নির্বাচিত করেছেন। তাকে নিয়ে আমরা তরুনরা গর্ব করি। আপনারা আগামী ৫ বছর সুমনকে সহযোগীতা করবেন। তার মাধ্যমে এলাকার অনেক কাজ হবে।

প্রতিমন্ত্রী আইসিটি বিভাগ থেকে হবিগঞ্জ জেলার ২৬৫ জন প্রশিক্ষনার্থীর মাঝে ল্যাপটব বিতরন করেন

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.