শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

“‘নতুন সকাল”

মোঃ ইয়াসিন আহমেদ রাফি
—————————
রোদ উঠেছে,
     গরম পড়েছে,
ফল ধরেছে গাছে,
  নতুন সকাল উঁকি দিবে,
কার হাতটি ধরে?
ঋতুর রাজা আসছে ঘরে,
  কাল বৈশাখী সঙ্গে,
বসন্ত রাণী রাগ করেছে,
 সময় শেষ বলে,
কে দেখেছে?
    কে বলেছে?
গরম বাড়বে দিনে।
একটু খানি ক্লান্ত হলে,
      ফল পাবে আহারে,
আমে জামে মেতে উঠে,
 মন বলে বাহারে,
অতিথিরা কান্না করে,
   চলে যেতে হবে,
মিষ্টি মুখে বিদায় দিব,
দেখা হবে বলে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.