বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

নবীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি, হবিগঞ্জের নবীগঞ্জে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় নুরে আলম নামে
এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার বিকালে এ ভাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।প্রতিবছর শীত মৌসুমে এক শ্রেণির লোক কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ইটভাটা ও বাড়ি গুলোতে বিক্রি করে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটা তুলার খবর পেয়ে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার।
এ সময় তিনি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় পশ্চিম তিমির গ্রামের সেলিম মিয়ার পুত্র নুরে আলমকে অবৈধ মাটি বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশ এ, এস আই, হাসান বদরুল ও তার সহকারী একটি টিম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার জানান, যারা অবৈধভাবে মাটি বা বালি উত্তোলন করবে তাদের ছাড় দেওয়া হবেনা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.