শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

ন্যাটোর সঙ্গে রাশিয়ার কূটনৈতিক মিশন স্থগিত

ডেস্ক রিপোর্ট পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে সবরকম কূটনৈতিক মিশন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার। গুপ্তচরবৃত্তির অভিযোগ আসার পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

স্থানীয় সময় সোমবার (১৮ অক্টোবর) রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ তথ্য জানিয়েছেন বলে নিশ্চিত করেছে বিবিসি।প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ন্যাটো তাদের মিশন থেকে আটজন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছে। এ ঘটনার পাল্টা জবাবে এবার ন্যাটোতে থাকা নিজেদের স্থায়ী মিশন স্থগিত করছে রাশিয়া।

সের্গেই ল্যাভরভ বলেন, ন্যাটোতে রাশিয়ার স্থায়ী মিশন স্থগিতাদেশ নভেম্বরের প্রথম দিক থেকে কার্যকর করা হবে। রুশ কর্মকর্তা বহিষ্কারের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোনো সমতাভিত্তিক সংলাপে আগ্রহী নয় ন্যাটো। যার কারণে ভবিষ্যতে কিছু পরিবর্তন ঘটবে এমনটা আশা করা যায় না। ফলে মিশন চালিয়ে যাওয়ার তেমন প্রয়োজনীয়তা দেখছি না।রাশিয়ার এ ঘোষণার পর ন্যাটো জানিয়েছে, তারা বিষয়টি নজরে রেখেছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.