শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক,পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে জিও নিউজ।

একাধিক মামলায় জামিন চাইতে আদালতে গিয়েছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে ধরে ন্যাশনাল অ্যাকাউনটিবিলিটি ব্যুরোর (এনএবি) একটি কালো রঙের গাড়িতে তুলে নিয়ে যায়।

ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আকবার নাসির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এর আগে গত ১ মে ইমরান খানের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে এনএবি।

পিটিআই নেতাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন, তাদের নেতা ইমরান খানকে নির্যাতন করা হয়েছে।

এদিকে ইমরান খানকে গ্রেপ্তারের পর ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক বিষয়টি আমলে নিয়ে ইসলামাবাদের আইজিপি ও স্বরাষ্ট্র সচিবকে ১৫ মিনিটের মধ্যে তলব করেন।

এছাড়া তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে একই সময়ের মধ্যে আদালতে হাজির হওয়ার এবং ইমরান খানকে গ্রেপ্তারের পেছনে কারা জড়িত তা অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দেন।

প্রধান বিচারপতি আরও বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়েও প্রশ্ন তোলেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.