রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন

“পাপী মনে”

মোঃ ইয়াসিন আহমেদ রাফি
————————–
লা-ইলাহা কানে আসে,
   বাঁকা ঠোঁটে হাসি ফোটে,
প্রাণে যেন শান্তি মিলে,
 নয়ন খানি গাইতে শিখে,
হৃদয় নাচে মুগ্ধ হয়ে,
   মনে আমার ভয় জাগে,
সরে গেছি আলো থেকে,
ভুলে যাচ্ছি পথটিকে,
স্থান কি তবে জাহান্নামে?
   পাবো না কি হেদায়েতকে
আমার ও কি মাফ হবে?
  খোদার অই মায়ার মনে,
যেই খোদা পালন করে,
সব সময় রিজিক দিচ্ছে,
বসে আছেন রহমত নিয়ে,
    বলছেন শুধু চাইতে গিয়ে।
চোখে আমার স্বপ্ন ভাসে,
  কী হবে রোজ হাশরে?
  হিসাব দিব কেমন করে?
জবাব দিব কোন সাহসে?

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.