রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

“বাংলার প্রাণ”

মোঃ ইয়াসিন আহমেদ রাফি
মনে কি পড়ে সেই সোনালী দিনটি
মনে কি পড়ে সেই সাহসী কন্ঠের ধ্বনী,
মনে কি পড়ে সেই অমর কবিতা খানি,
মনে কি আজ ভাসে না সেই আগুনের বাণী?
রক্তের বেগ কি বাড়বেনা?
আমি তো বাঙ্গালি।
কেন তবে ভুলে যাচ্ছি মুক্তিযুদ্ধের দিনগুলি,
কেন আমি ভুলে যাই, এই বাংলা এত সহজে পাইনাই।
এই বাংলা পেয়েছি বহু সাধনায়।
নয় মাস রক্ত ছিল পদ্না,মেঘনা আর যমুনায়।
  মাটি থেকে রক্তের দাগ আজও শুকায় নাই।
তবুও কেন মেনে নেই অন্যায় আর অবিচার,
এভাবেই কী কাটবে চির কাল?
আমার রক্তে ও তো আছে এই বাংলা মায়ের প্রাণ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.