শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

নিজস্ব প্রতিবেদকঃ বানিয়াচংয়ে মুজিববর্ষের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২২ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(১০ মার্চ) বৃহস্পতিবার সকাল ১০ টায় “মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা ” এই শ্লোগান কে কেন্দ্র করে ব্যাক বানিয়াচং এর সহযোগিতায় উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণ থেকে এক র‍্যালি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উক্ত র‍্যালিতে অংশগ্রহণ করেন হবিগঞ্জ -২ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মজিদ খান।র‍্যালির পর উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।তিনি বলেন,দুর্যোগের কারণে প্রতি বছর দেশের বিপুলসংখ্যক জীবন ও সম্পদের ক্ষতি হয়ে থাকে।তাই আমাদের সবাইকে দুর্যোগ সম্পর্কে সচেতন হতে হবে। এবং দুর্যোগের আগাম প্রস্তুতি নিতে হবে। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,ব্যবস্হাপক পল্লী সঞ্চয় ব্যাংক সুদীপ কুমার,ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা তোফাজ্জল হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা, ১১ নং মক্রমপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া,১২ নম্বর সুজাতপুর ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, সাংবাদিক আক্তার হোসাইন আলহাদী,ফায়ার সার্ভিসের কর্মীরা, দৈনিক হবিগঞ্জের জননীর বানিয়াচং প্রতিনিধি শাহ সুমন,শেখ নুরুল ইসলাম,তাপস হোম, আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হৃদয় খান সহ বিভিন্ন অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.