মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
১২ কোটি টাকা ব্যয়ে রাজনগরে সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান আওয়ামী লীগ মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করেছে -এমপি আবু জাহির ভারতের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শ্রীমঙ্গল রাজনগরে চোলাই মদসহ আটক -১ দেড়শ রানেই ভারতকে আটকাল বাংলাদেশ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তারকে শায়েস্তাগঞ্জের বাণীর সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জ নদীতে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজের পর একজনের লাশ উদ্ধার আজমিরীগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষন না করানো ও সম্মানহানিকর বক্তব্যের অভিযোগ

বিত্তশালীদের সঠিকভাবে যাকাত দেয়ার আহবান-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ সমাজে মধ্যে অনেক বিত্তশালী রয়েছেন, যারা নানা অযুহাত দেখিয়ে যাকাত দেওয়া থেকে বিরত থাকেন। অথচ সবাই সঠিকভাবে যাকাত দিলে সমাজে যাকাত নেওয়া লোকের সংখ্যা কমে যাবে।
মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির হবিগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ড থেকে অস্বচ্ছল লোকদের মাঝে যাকাতের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সংসদ সদস্য আরও বলেন, ইসলামে নামাজের পরই যাকাতের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের বহু স্থানে নামাজের পাশাপাশি যাকাত আদায়ের কথা বলা হয়েছে। যাকাত দাতার মনকে ধনসম্পদের প্রতি লোভ থেকে মুক্ত ও পবিত্র করে।
একই অনুষ্ঠানে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বিজয়ী লাখাই উপজেলার কিশোর, হাফেজ বশির আহমাদকে সংবর্ধনা প্রদান করা হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য আরও বলেন, তরুণ প্রজন্মকে সহীহ কোরআন শিক্ষা দান করলে হাফেজ বশির আহমদের মত আরও অনেক কিশোর বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে। আমরা আশা করি হাফেজ বশির আহমদ আগামীতে আরও এগিয়ে যাবে; সারা বিশ্বে বাংলাদেশকে উপস্থাপন করবে।
এমপি আবু জাহির ঘোষণা দিয়েছেন করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া আলেয়া-জাহির ফাউন্ডেশনের পবিত্র কোরআন প্রতিযোগিতা পুনরায় চালু হবে; যাতে চ্যাম্পিয়ন হওয়া হাফেজকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়ে থাকে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এমপি আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এ সময় তিনি সেই ফুলের তোরা হাফেজ বশির আহমাদকে উৎস্বর্গ করেন। এছাড়া সংসদ সদস্য হাফেজ বশির আহমাদকে দশ হাজার টাকা পুরস্কার প্রদান করেছেন।
২০২৩-২৪ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ড থেকে ১৯০ জন নারী-পুরুষের প্রত্যেকজনের হাতে সাড়ে ৫ হাজার টাকা করে ১০ লাখ চেক তুলে দেন প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে এমপি আবু জাহির হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে অস্বচ্ছল লোকদের মাঝে বিনামূল্যে চাল এবং স্থানীয় কয়েকজনের ব্যক্তিগত উদ্যোগে জেলা শহরের টাউন হল রোডে অস্বচ্ছল লোকদের মাঝে ইফতার বিতরণ করেছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.