রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

” বিশ্ব কবিতা দিবসের কবিতা “

গোলাম কবির
 ন্যাড়া জ্যোৎস্না রাতে
 তিন রাস্তার মাথায়
 বসে ছিলাম
 অন্ধ ভিখারির মতো
 শূন্য থালা হাতে নিয়ে
 কবিতা লিখবো বলে
 সুন্দরতম শব্দগুলোর জন্য!
 অথচ হাতড়ে পেলাম শুধু
 গাজায় সদ্য নিহত নিরীহ
 অবুঝ শিশু ও নারীদের
 কাফনে লেগে থাকা
 এখনো জমাটবাঁধা ভেজা
 ও শীতল রক্তের স্যাঁত স্যাঁতে
 এবং উৎকট গন্ধে ভরপুর
 শরীর হিম হয়ে আসা
 অগণন মৃতদেহ হতে
 ভেসে আসা নদীর
 স্রোতের ধারার মতো
 অভিশাপের বাণী!
 এরকম পরিস্থিতিতে
 কী আর কবিতা লেখা যায়?
 অথচ শুনলাম,
 গতকালই নাকি ছিলো
 বিশ্ব কবিতা দিবস!

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.