শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে মিশিগান শিক্ষার্থীর গুলিতে নিহত ৩

ডেস্ক রিপোর্ট যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক স্কুলে সহপাঠীর গুলিতে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে অকল্যান্ড কাউন্টির একটি স্কুলে এ ঘটনা ঘটে।

১৫ বছর বয়সী ওই হামলাকারী কিশোরকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন ১৬ বছরের কিশোর। এছাড়া নিহত অপর দুই জন মেয়ে শিক্ষার্থী এবং তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৭ বছর।

অকল্যান্ড পুলিশ বলছে, বন্দুক হামলায় অভিযুক্ত কিশোরের বয়স ১৫ বছর এবং সে একাই এই হামলার জন্য দায়ী। পুলিশের ভাষ্যমতে, একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান নিয়ে হামলাকারী ওই কিশোর মিশিগান অঙ্গরাজ্যের ওই স্কুলে হামলা করে এবং এসময় সে ১৫ থেকে ২০ রাউন্ড গুলি করে। হামলার কারণ অবশ্য এখনও জানা যায়নি।

ওই স্কুলের শিক্ষার্থী ও স্টাফদের সরিয়ে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা চাইলে পরিবারের কাছে ফিরতে পারে। নিরাপত্তার স্বার্থে প্রদেশটির অন্য জেলার সব স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়েছে। যদিও আর কোনও ঝুঁকি নেই।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.