শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন

“রাতের ঘুম”

মোঃ ইয়াসিন আহমেদ রাফি
—————————
দু-চোখ ভরে ঘুম আসে,
       শান্তি যেন ডানা মেলে,
   ইচ্ছে করে হারিয়ে যেতে,
স্বপ্ন রাণী কাছে আসে।
মন আমার নাচতে শিখে,
  সব ক্লান্তি দূরে সরে,
 নিঝুম রাতে আধার নামে,
    ঘুমের মাঝে স্বপ্ন ঢুকে।
ইচ্ছে মায়ায় প্রহর সাজে,
   হৃদয় খানি নেচে উঠে,
কোথায় যেন তবলা বাজে,
 ঘুম আরও মিষ্টি সাজে।
রাত যতই বাড়তে থাকে,
  ঘুম তত গভীর হবে,
হঠাৎ করেই এলার্ম বাজে,
  নতুন দিনের সূত্র ঘটে,
আলহামদুলিল্লাহ কন্ঠে ভাসে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.