বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য স্বাক্ষাৎ দেশে এক বছরে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা: সিইসি উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে আইওএমকে আহ্বান প্রধানমন্ত্রীর জিম্বাবুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে সিরিজ বাংলাদেশের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ব্রিফিং প্যারেড শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনযা বললেন মনোনয়ন পত্র অবৈধ হওয়া তিন প্রার্থী কাল বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় ভোট গ্রহন সিলেটে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ‘লাকড়ি তোড়া উৎসব’

লাখাইয়ে ইজিবাইক উল্টে ১ যাত্রী গুরুতর আহত

বিল্লাল আহমেদ লাখাই থেকে, লাখাইয়ে হবিগঞ্জ লাখাই সড়কে ইজিবাইক ( টমটম) উল্টে রফু মিয়া(৫৫) নামে এক যাত্রী গুরুতর হয়েছে। আহত রফু মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অবস্থা গুরুতর হওয়ায় তাকে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বুধবার (২৪ জানুয়ারি)  সন্ধা ৭ ঘটিকায় উপজেলার স্থানীয় বুল্লাবাজার থেকে কালাউক অভিমুখে ছেড়ে যাওয়া ইজিবাইক ( টমটম) পশ্চিম বুল্লা গ্রামে অংশে পৌছলে যাত্রী নামার সময় ঢেউটিন বোঝাই ইজিবাইক উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে যাত্রী পশ্চিম বুল্লা গ্রামের রফু মিয়া গুরুতর আহত হয়্।
সংবাদ পেয়ে থানা পুলিশ দূর্ঘটনা কবলিত ইজিবাইক জব্দ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে লাখাই থানা পুলিশের উপ-পরিদর্শক ( এসআই)জিকরুল ইসলাম এর সাথে  যোগাযোগ করলে তিনি জানান সংবাদ পেয়ে  ঘটনা স্থলে পৌঁছে টমটমগাড়ি থানায় নিয়ে আসি।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে জানান এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.