শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:১৩ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. আবু জাহির।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মহিলা ভাইস
চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা।

বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, থানার ওসি মোঃ নাজমুল হক কামাল, ট্রাফিক জোনের ওসি রমজান আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অদিতি রায়, ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মো. আদিল জজ মিয়া, নূরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষ, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীন, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ মোঃ শাহাব উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অসিত রঞ্জন দাশ মন্টু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, রিপোর্টার্স ক্লাব সভাপতি বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ মামুন চৌধুরী, সমাজসেবক মাহবুব হোসেন চৌধুরী দিলু, মেম্বার মোমেনা খাতুন প্রমুখ। এছাড়া সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন।

সভায় প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন, জুয়া ও মাদক সমাজকে হুমকীর মুখে নিয়ে যায়। এসব থেকেই অপরাধ শুরু হয়। জুয়াড়িদের কোনভাবে ছাড় দেওয়া যাবে না। রেহাই দেওয়া যাবে না মাদক বিক্রেতা ও সেবনকারী কাউকে। অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.