সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে রাজাকারের নামে ২টি রাস্তা নামকরণ বাতিলের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,শায়েস্তাগঞ্জে ৭১এর শান্তি কমিটির চেয়ারম্যান সৈয়দ আব্দুল আউয়াল রাজাকারের নামে দুটি রাস্তা নামকরণ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতার বাংলায় রাজাকারের ঠাঁই নাই। প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা ও হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জন নেতা আলহাজ্ব এডভোকেট মোঃ আবুজাহির মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে, শায়েস্তাগঞ্জ বাসী এই মানববন্ধনের আয়োজন করে। গতকাল মঙ্গলবার ২৩ এপ্রিল বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সৈয়দ মোস্তাক আহমেদ রাসেলের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বাবু গৌর প্রসাদ রায়, বীর মুক্তিযোদ্ধা রাজিয়া খাতুন, বিশিষ্ট মুরব্বি আব্দুল মন্নাফ ভান্ডারী, সৈয়দ ফয়সল আহমেদ, মোঃ লুকুজ মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জের বিরামচর গ্রামের ৭১ এর শান্তি কমিটির চেয়ারম্যান সৈয়দ আব্দুল আউয়াল রাজাকারের নামে শায়েস্তাগঞ্জ – বিরামচর গ্রাম হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক সংযোগস্থলের দুইটি রাস্তা নামকরণ বাতিলের দাবীতে পূর্বে ও জেলা প্রশাসক বরাবরে এলাকার লোকজন একটি আবেদন দাখিল করেছিলেন। বক্তারা আরো বলেন, প্রতি বছরই রাজাকারদের তালিকায় ৭১ এর শান্তি কমিটির চেয়ারম্যান সৈয়দ আব্দুল আউয়াল এর নাম আসায় এলাকাবাসী ক্ষুব্ধ ও লজ্জিত। অচিরেই শায়েস্তাগঞ্জের বিরামচর গ্রামের রাজাকার সৈয়দ আব্দুল আউয়াল এর নাম বাদ দিয়ে এলাকার একজন বীর মুক্তিযোদ্ধা অথবা ওই এলাকার স্থানীয় ওলী হযরত সৈয়দ শাহ মধু মিয়া (রাঃ) এর নামে ২টি রাস্তার নামকরণ করার জোর দাবি জানান এলাকাবাসী।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.