বুধবার, ০১ মে ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
ধ্বংসস্তূপের নিচে পচছে ১০ হাজার মরদেহ, ছড়াচ্ছে রোগ-বালাই ফিলিস্তি’নিদের সমর্থনে মালয়েশিয়ায় কেএফসি বয়কট, শতাধিক আউটলেট বন্ধ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের ঢাকা প্রিমিয়ার লিগে আবারও চ্যাম্পিয়ন আবাহনী শায়েস্তাগঞ্জ আইন-শৃঙ্খলা সভায় নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-এমপি আবু জাহির হঠাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড নবীগঞ্জ বিধ্বস্ত শত শত বাড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আলোচনা ও মতবিনিময় সভাঃ ৩৫ বছরের ইতিহাসে দেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন বানিয়াচংয়ের সাগরদীঘিকে দখলমুক্ত করতে আবেদন

শায়েস্তাগঞ্জ ওলিপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাণের কারখানায় অগ্নিকাণ্ড

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,ঠিক ঈদের আগের দিন খোলা রাখা হয় কারখানা। আর ঘটে ভয়াবহ দুর্ঘটনা। এতে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর নিহতের পরিবারে নেমে আসে শোকের ছায়া। সেই পরিবারটিকে ঈদের আগের দিন স্বজনের লাশ দাফন করতে হয়।

জানা যায়, হবিগঞ্জে প্রাণ আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রাণ-আরএফএলের ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নম্বর ভবনের চিপস তৈরির কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চিপস কারখানায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় নাজমা আক্তার নামের এক নারী শ্রমিক মারা গেছেন। অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় একদল শ্রমিক কাজ শেষে বের হচ্ছিলেন, অপর দল কাজের জন্য কারখানায় প্রবেশ করছিল। মুহূর্তের মধ্যে আগুন বহুতল ভবনের কারখানায় ছড়িয়ে পড়ে।

‘খবর পেয়ে শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও মাধবপুর চুনারুঘাটে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেন। সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতর থেকে এখনো কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে রাজি হননি প্রাণের জেনারেল ম্যানেজার দিপক কুমার দেব। তিনি বলেন, ‘ম্যানেজিং ডাইরেক্টর ঢাকা থেকে রওনা দিয়েছেন। তাই এ মুহূর্তে কিছু বলতে পারছি না।’

আগুনের খবর পেয়ে জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেনসহ বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

জেলা প্রশাসক বলেন, ‘নাজমা আক্তার নামে এক নারী শ্রমিক আগুনের ভয়ে ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে যান। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। অপর এক শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাে আনা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.