রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

“সিংহের গর্জন”

মোঃ ইয়াসিন আহমেদ রাফি
————————–
    সূর্য হাসে বৃক্ষ বাঁচে,
নতুন মন্ত্রে ভুবন সাজে,
গাছে গাছে ফল ধরে,
    ফুলে ফুলে প্রেম জাগে।
প্রজাপতি উড়ে চলে,
  চোখ যেন অবাক সাজে
দূর আকাশে পাখি উড়ে,
 মনের মাঝে আশা জাগে।
সিংহ মামা গর্জন করে,
  সবাই তাকে রাজা মানে,
নিজ লক্ষ্যে অটুট থাকে,
   শেষ অবদি লড়াই করে।
মৃত্যু নিয়ে খেলা করে,
  সবার মনে ভয় জাগে,
রাজা হয়ে বেঁচে থাকে,
     নিজের কাজ নিজে করে।
বাঁচতে হলে লড়তে হবে,
   সিংহের মতো ই ভাবতে হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.