শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

সিলেটে চলছে বামজোটের ডাকা হরতাল

নিজস্ব প্রতিবেদকঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস দিবস হরতাল শুরু হয়েছে।

আজ সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে সিলেট নগরের বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলের মাধ্যমে এ হরতাল পালন শুরু করে বাম জোটের দলগুলো।

সরেজমিনে নগরের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, সকাল ৬টার দিকে হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী)সহ অন্যান্য পার্টির নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নগরের বিভিন্ন এলাকা ঘুরে আম্বরখানায় গিয়ে অবস্থান নেয়।

সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করছেম বাম জোটের নেতাকর্মীরা। এ সময় রাস্তায় থাকা বিভিন্ন যানবাহন আটকাতে দেখা যায় তাদের।

এদিকে বাম জোটের হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

বিক্ষোভ থেকে বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। মানুষ রাস্তায় নেমে এসেছে।

বাম জোটের নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমাদের এই হরতাল। যা সাধারণ মানুষের বেঁচে থাকার তাগিদে। তাই দলমত নির্বিশেষে সবাইকে হরতাল সফলে এগিয়ে আসার আহ্বান জানাই।

হরতালে কারণে রিকশা চলাচল করতে দেখা গেছে। অন্যদিকে সিএনজি অটোরিকশাও খুব একটা চলতে দেখা যায়নি বন্দর থেকে আম্বরখানা সড়কে। তবে নগরের দক্ষিণ সুরমা এলাকা দিয়ে দূরপাল্লার যান স্বাভাবিকভাবেই চলতে দেখা গেছে।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ১১ মার্চ  হলরুমে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করে বামজোট।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.