মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
১২ কোটি টাকা ব্যয়ে রাজনগরে সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান আওয়ামী লীগ মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করেছে -এমপি আবু জাহির ভারতের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শ্রীমঙ্গল রাজনগরে চোলাই মদসহ আটক -১ দেড়শ রানেই ভারতকে আটকাল বাংলাদেশ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তারকে শায়েস্তাগঞ্জের বাণীর সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জ নদীতে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজের পর একজনের লাশ উদ্ধার আজমিরীগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষন না করানো ও সম্মানহানিকর বক্তব্যের অভিযোগ

হবিগঞ্জে ঘন ঘন চুরির প্রতিবাদে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,হবিগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘন ঘন চুরির প্রতিবাদে শহরের প্রধান সড়ক সাড়ে ৩ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

শনিবার দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শহরের প্রধান সড়ক অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।এ সময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, ইদানিং শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘনঘন চুরি সংঘটিত হয়ে আসছে। বিষয়টি পুলিশকে জানানোর পরও কোন কার্যকরি পদক্ষেপ গ্রহন করেনি।

শুক্রবার দিবাগত রাতে শহরের টাউনহল এলাকার মোবাইল ফোনের ব্যবসা প্রতিষ্ঠান গ্রেজেটে চুরি সংঘটিত হয়। চোরেরা নগদ টাকা, মোবাইলসহ কয়েক লাখ টাকার মালামাল চুরি করে নিজে যায়। কয়েক মাসের ব্যবধানে এই প্রতিষ্ঠানে তিনবার চুরি হয়েছে।

এর প্রতিবাদে আজ শনিবার দুপুর ১২টা থেকে ৩ ঘন্টা শহরের প্রধান সড়কে বসে অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠানে চুরির সংঘটিত হলেও পুলিশ কোন ভূমিকা পালন করছে না। ফলে বাধ্য হয়েই ব্যবসায়ীরা রাস্তায় নেমেছি।’ এসময় ব্যবসায়ীরা হবিগঞ্জ সদর সার্কেল এর সহকারী পুলিশ সুপার খলিলুর রহমানের অপসারণ দাবী জানান।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.