শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

হবিগঞ্জে চা বাগানে প্রথমবারের মতো স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল চা বাগানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ব্যতিক্রমী এক স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) বাহুবল উপজেলার শিতলাছড়া চা বাগানের প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এ সময় আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ নসরুল হক। বক্তব্য দেন বাহুবল মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, এসেডের নির্বাহী পরিচালক জাফর ইকবাল চৌধুরীসহ স্থানীয় লোকজন।

পরে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।স্থানীয়রা জানান, স্বাধীনতার পর এই প্রথম এখানে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্প্রতি একটি এনজিওর মাধ্যমে বাগানের শ্রমিকদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়। মূলত এই স্কুলের উদ্যোগেই স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।স্কুল প্রতিষ্ঠার পর চা শ্রমিক সন্তানরা শিক্ষার মুখ দেখতে পারছে বলেও স্থানীয় শ্রমিকরা জানিয়েছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.