শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কম্বল বিতরণ

ইশতিয়াক শোভনঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর ও কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে জেলার অসহায়, দরিদ্র, বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ও শীতার্ত জনগনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১৮ জানুয়ারি বিকেল  হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয় বলে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিম। এসময় হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান শামীম, শফিকুজ্জামান ইরাজ, ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার উপ-পরিচালক খ: এনায়েতুল্লাহ একরাম পলাশ, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের বর্তমান যুব প্রধান আশীষ কুমার কুরি, সাবেক যুব প্রধান ও আজীবন সদস্য পংকজ কান্তি দাসসহ হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যবৃন্দ, যুব ও স্বেচ্ছাসেবকগন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য এডভোকেট মো: আবু জাহির বলেন, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট সর্বদাই আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। করোনাকালে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট জেলার অসহায়, দরিদ্র ও নি¤œ আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসীত হয়েছে। তিনি, কম্বল নিতে আসা সকলকে করোনা থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধিমানাসহ নিয়মিতভাবে মাস্ক ব্যবহার করার জন্য আহবান জানান। হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিম বলেন, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট প্রতিবছরই জেলার শীতার্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে। এ বছরও তার ব্যতিক্রম নয়। পৌর মেয়র আতাউর রহমান সেলিম বলেন, কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত জেলার অসহায় ও নি¤œ আয়ের পরিবারের সহযোগিতায় শুরু থেকেই কাজ করে যাচ্ছে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট। কোভিড-১৯ আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবা প্রদান, ত্রাণ সহায়তা কার্যক্রম, জনসচেতনতাবৃদ্ধি, টিকাদান কার্যক্রমে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা, স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ী ও সাধারণ জনগনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ (মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার) করাসহ ইউনিটের প্রশিক্ষিত যুব ও স্বেচ্ছাসেবকরা দিনরাত সরকারের সাথে একত্রে কাজ করে যাচ্ছে। হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সুযোগ্য সেক্রেটারি আতাউর রহমান সেলিম বলেন, হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পাশাপাশি শীতার্ত অসহায় দুস্থ জনগণকে সহায়তা দিতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরাসরি নিজেরা অথবা হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সহায়তায় কম্বল বিতরণের মধ্য দিয়ে মানবিক সহায়তার হাত প্রসারিত করার উদাত্ত আহ্বান জানান।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.