শনিবার, ০৪ মে ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

” হৃদয়কে ও ভালোবাসো “

গোলাম কবির
একজন গোরখোদক যেমন
প্রায় প্রতিদিনই কবর খুঁড়ে
কাফন পরা মানুষকে দাফন করে।
তবে যাকে শুইয়ে আসলো কবরে,
ঐ মানুষের হৃদয়কে কী দাফন
করা যায় কিংবা তার হৃদয়
কোথায় গেলো তার হদিশ –
কী কেউ পায় কোনো কালে?
তবে কী মানুষ ও তার হৃদয় আলাদা কিছু?
যদি একই হয় তবে
সে থাকে না কেনো সাথে
একদমই শেষ পর্যন্ত?
আবার ধরো,
যদি আলাদা কিছুই হয়ে থাকে
তবে কেনো মানুষেরা শুধু
দেহেরই পরিচর্যা করে ,খবর রাখে!
হৃদয়ের খবর নিতে তো দেখি না কাউকে!
তাই তো মানুষের দেহ মরে গেলে
মনেহয় হৃদয় ও চলে যায় অভিমানে!
তাই বলি, হে মানব সকল –
যেমন তোমার দেহকে ভালোবাসো,
তেমনি করে হৃদয়কে ও ভালোবাসো,
ওর যত্ন নাও, তাহলে ও কোনোদিনই
তোমাকে ছেড়ে যাবে না।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.