ফেনী দুই কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকার ভারতীয় কাপড় জব্দ
ফেনীর পরশুরামে একটি বাড়ি থেকে ৮০ গাইড ভারতীয় কাপড় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১০জুলাই) রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মজুমদার হাট ও পরশুরাম বিজিবির ক্যাম্পের যৌথ অভিযানে এসব ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়। যার বাজার মুল্য দুই কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন।
বিজিবির সদস্যরা এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি। এই ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। পরশুরাম পৌর এলাকার উত্তর বাউর পাথর গ্রামের মোহাম্মদ দীন (৪৫) বসত ঘর ও পাশ্ববর্তী বাঁশ বাগান থেকে এসব ভারতীয় শাড়ি কাপড় জব্দ করা হয়েছে।
নানিয়ারচর সেনাজোনের ক্রীড়া সামগ্রী বিতরণ
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং লেহেঙ্গা আটক করা হয়েছে। বুধবার নয়টার দিকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ মজুমদারহাট এবং পরশুরাম বিওপির দুইটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২১৬১/৪-এস হতে আনুমানিক ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বাউর পাথর গ্রামের মোহাম্মদ দীন (৪৫) এর বসত ঘর তল্লাসী করে ৮০ গাইট ভারতীয় শাড়ি আটক করে। এসময় পাশ্ববর্তী একটি একটি বাঁশ বাগানে পরিত্যাক্ত অবস্থায় আরও ১৫ গাইট ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান বিজিবির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে পরশুরামের বাউর পাথর এলাকার সীমান্তবর্তী একটি বাড়ি থেকে দুই কোটি ৩৬লাখ ২২হাজার টাকার ভারতীয় কাপড় জন্দ করেছে। এই ব্যাপারে মামলা হয়েছে।