বুধবার, ০৮ মে ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

ওসমানীনগরে গণহত্যা দিবস পালন

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের ওসমানীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে।

এ দিনকে কেন্দ্র করে ২৫ মার্চ সকাল ১০ টায় বুরুঙ্গা গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে বেলা ১১ টায় বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা।

মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চক্রবর্তীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাস পুরকায়স্থ, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম.মাঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, আফতাব উদ্দিন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, সেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাহারুল ইসলাম, ডা. নুসরাত জাহান মৌটুসী, ডা. আইরিন আক্তার, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, সাদীপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল, সমাজ সেবা অফিসার জয়তী দত্ত, বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট খাইরুল ইসলাম প্রমুখ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.