বুধবার, ০১ মে ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন

খবরের শিরোনাম:
খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আ.লীগের লক্ষ্য: প্রধানমন্ত্রী প্রচণ্ড গরমে বিপাকে শ্রীমঙ্গলের চা শ্রমিকরা গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসবে বাঙালি সাজে বিদেশিরা মহান মে দিবস শ্রমিকের রক্তে লেখা ইতিহাসের দিন আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন তাহিরপুরে বোরোর বাম্পার ফলন, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি আজমিরীগঞ্জে সিজার করতে গিয়ে প্রসূতির জরায়ু কেটে দেয়ার ঘটনায় হাসপাতাল সীলগালা মাধবপুর পৌরসভার চারদিন ধরে কর্মবিরতি, বন্ধ নাগরিক সেবা, নোংরা হচ্ছে নগরী! শায়েস্তাগঞ্জে তানভীর হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ ধ্বংসস্তূপের নিচে পচছে ১০ হাজার মরদেহ, ছড়াচ্ছে রোগ-বালাই

জৈন্তাপুরে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাঙ নামক স্হানে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিলেট সদরের খাদিমপাড়া ৩ নং রোড এলাকার মৃত হযরত আলীর পুত্র বাদশা মিয়া (৬০) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৫০)। তারা উভয়ই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।

আহত অপর ব্যাক্তি সিএনজি অটোরিকশা চালক মিজানুর রহমান (২৫)। তিনি একই এলাকার তাজুল ইসলামের পুত্র।

তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১ টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী বাস (সিলেট -ব ১১-০৬৫৫) এর সাথে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী সিএনজি অটোরিকশা (সিলেট -থ -১২-৯৫৮০) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দূর্ঘটনাস্হলে তামাবিল হাইওয়ে পুলিশ ও স্হানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্হায় তিনজনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

এ সময় গুরুতর আহত রোকেয়া বেগমের স্বামী বাদশা মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় বাদশা মিয়াও মৃত্যুবরণ করেন।

আহত সিএনজি চালক মিজানুর রহমান এখনো ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দূর্ঘটনার পর দুটি যানই তামাবিল হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এদিকে দূর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক হাদিউল আলম।

তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার পর ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ হাসপাতালে ছুটি যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.