মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
১২ কোটি টাকা ব্যয়ে রাজনগরে সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান আওয়ামী লীগ মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করেছে -এমপি আবু জাহির ভারতের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শ্রীমঙ্গল রাজনগরে চোলাই মদসহ আটক -১ দেড়শ রানেই ভারতকে আটকাল বাংলাদেশ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তারকে শায়েস্তাগঞ্জের বাণীর সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জ নদীতে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজের পর একজনের লাশ উদ্ধার আজমিরীগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষন না করানো ও সম্মানহানিকর বক্তব্যের অভিযোগ

বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র গ্রন্থাগার’-ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরাম’-এর নতুন কমিটি গঠন

রামকৃষ্ণ তালুকদারঃ ‘রবীন্দ্র গ্রন্থাগারে পড়ি বই/জ্ঞানের আলোয় আলোকিত হই।’ স্লোগানকে ধারণ করে  নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামের ‘বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ গ্রামাঞ্চলে বই পড়া আন্দোলনকে বেগবান করতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গ্রন্থাগারের কার্যক্রমকে সক্রিয় করতে ‘পাঠক ফোরাম’ এবং ‘ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরাম’-এর নতুন কমিটি গঠন করার লক্ষ্যে গত শনিবার রাতে এক জরুরী মিটিং আয়োজিত হয়। গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- গ্রন্থাগার পরিচালনা কমিটির সদস্য রত্নেশ্বর দাশ রামু,  ‘পাঠক ফোরাম’ এর ভারপ্রাপ্ত সভাপতি দেবাশীষ দাশ রতন, সাংগঠনিক সম্পাদক কনিক দাশ শুভ, দপ্তর সম্পাদক পার্থ দাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরাম-এর সহ-সভাপতি সৌরভ দাশ, সাধারণ সম্পাদক নিউটন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জনি দাশ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রন্থাগারের সদস্য জয় দাশ, সৈকত দাশ, দ্বীপ দাশ, শাওন দাশ, প্রান্ত দাশ, সাম্য দাশ, স্বপন দাশ প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে আগামী একবছরের জন্য দেবাশীষ দাশ রতনকে সভাপতি, কনিক দাশ শুভ কে সাধারণ সম্পাদক ও পার্থ দাশকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট পাঠক ফোরাম এর কমিটি এবং সাগর দাশ জনি কে সভাপতি, সৌরভ দাশ কে সাধারণ সম্পাদক ও  জনি দাশ কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের কমিটি গঠন করা হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.