বুধবার, ১৫ মে ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

লাল-সবুজের পতাকা

সৈয়দ শাহান শাহ পীর
হাতে হাতে লাল সবুজের পতাকা
আর রং-বেরঙের ফুলের ঢালা।
হৃদয়ের গভীর শ্রদ্ধা ভালোবাসা নিয়ে
প্রতিবছর মহান বিজয় উদযাপন হয় ২৬ মার্চ দিবসে।
স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের জানানো হয় বিনম্র শ্রদ্ধা নিবেদনে সর্বস্তরের মানুষ জড়ো হয়ে।
দেশের বীর শহীদ সন্তানদের প্রতি
গভীরতম শ্রদ্ধার ফুলে ঢেকে যায় শহীদ বেদী।
স্মৃতিসৌধে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও
হাসি কান্নায় ভেঙ্গে পড়েন তারাও।
বিভিন্ন স্লোগানে আর আনন্দ উচ্ছাসে
স্মৃতিসৌধের পতাকা ভরে উঠে উৎসবে।
যথাযোগ্য মর্যাদা আর ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে
মহান বিজয় দিবসে সবাই হন সচেষ্ট পালনে।
সরকারি বেসরকারি নানা কর্মসূচির মধ্যে
এ দেশ মাটির মুক্তির সেনাদের শ্রদ্ধার্ঘ্য জানান ফুল দিয়ে বক্ষে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.