সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

খবরের শিরোনাম:
১২ কোটি টাকা ব্যয়ে রাজনগরে সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান আওয়ামী লীগ মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করেছে -এমপি আবু জাহির ভারতের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শ্রীমঙ্গল রাজনগরে চোলাই মদসহ আটক -১ দেড়শ রানেই ভারতকে আটকাল বাংলাদেশ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তারকে শায়েস্তাগঞ্জের বাণীর সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জ নদীতে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজের পর একজনের লাশ উদ্ধার আজমিরীগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষন না করানো ও সম্মানহানিকর বক্তব্যের অভিযোগ

শায়েস্তাগঞ্জে বাহ্মণডুরায় প্রতিপক্ষের হামলায় মহিলা বৃদ্ধসহ আহত ৩

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বাহ্মণডুরা গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় মহিলা বৃদ্ধসহ আহত ৩ জন আহত হয়েছেন। গতকাল সোমবার ১ এপ্রিল দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শস্যা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আহতরা হলেন- বাহ্মণডুরা গ্রামের মৃত মোঃ লাল মিয়ার পুত্র মোঃ রমজান আলী (৬০), তার পুত্র মোঃ নিজাম মিয়া (৩৫) ও তার পুত্রবধু রহিমা খাতুন। স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার বাহ্মণডুরা গ্রামের মৃত মোঃ লাল মিয়ার পুত্র মোঃ রমজান আলী (৬০) ও আসরাব মিয়ার পুত্র মমিন (৪৫) এর মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েকবার গ্রামে সালিশ বৈঠক হয়।

এ বিষয়ে মোঃ রমজান আলী অভিযোগ করে বলেন, মমিন আমার জায়গা জোরপূর্বক দখল করে রেখেছে। এ নিয়ে আমাদের মধ্যে কয়েকবার ঝামেলা হয়েছে।

এ ঝামেলা মিমাংসা করার জন্য গ্রামের মুরুব্বিরা সালিশ করে আমার জায়গার বিনিময়ে আমাকে মমিন ১ লক্ষ ৫০ হাজার টাকার দিবে বলে সালিশে রায় হয়। আমি নিরীহ প্রকৃতিক লোক সালিশ বৈঠকের রায় মেনে নেই। তিনি বলেন, মমিন সালিশের রায় অনুযায়ী নির্ধারিত টাকা পরিশোধ না করেই সোমবার দুপুরে আমার জায়গায় ঘর নির্মাণ শুরু করে।

এ সময় আমি তাকে বাধা দিলে মমিন ও তার ভাতিজা আব্দাল দলবল নিয়ে আমার উপর হামলা করে। এ সময় আমার চিৎকারে আমার ছেলে নিজাম মিয়া ও তার স্ত্রী রহিমা খাতুন এগিয়ে আসলে তাদেরকেও মমিন ও আব্দাল দলবল নিয়ে হামলা করে।

আমরা ৩ জন হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছি। স্থানীয় মহিলা ওয়ার্ড মেম্বার রেখা আক্তার জানান, স্থানীয় মুরুব্বিদের নিয়ে গত ২২ মার্চ শুক্রবার তারাবী নামাজের পর সালিশ বৈঠক হয়। সালিশে মমিন জায়গার বিনিময়ে রমজান আলীকে ১ লক্ষ ৫০ হাজার টাকার দিবে ও রমজান আলী মমিনকে জায়গা রেজিষ্ট্রি করে দিবে বলে রায় হয়।

কিন্তু গতকাল রায় না মেনেই মনিন উল্লেখিত জায়গায় ঘর নির্মাণ করতে গেলে দুই পক্ষের সংঘর্ষ হয়। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবগত করা হয়েছে আগামীকাল আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

স্থানীয় ৯নং ওয়ার্ড মেম্বার ছালেক মিয়া জানান, সংঘর্ষের বিষয়টি শুনেছি। বর্তমানে আমি এলাকার বাইরে আছি। কাল এলাকায় যাব স্থানীয়দের নিয়ে আলোচনা করে বিষয়টি মিমাংসার চেষ্টা করব। এ ব্যাপারে বাহ্মণডুরা ইউপি চেয়ারম্যন হুসাইন মোঃ আদিল (জজ মিয়া) জানান, সংঘর্ষের কথা জানতে পেরেছি।

স্থানীয় মেম্বার ও গ্রামের মুরুব্বিদের নিয়ে আলোচনা করে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করব। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হুসেন ভূঞা জানান, বিষয়টি থানার তদন্ত ওসির মাধ্যমে শুনেছি। এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.