সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:

হবিগঞ্জে চা বাগানে ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা বাগানের সামনের রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ লুণ্ঠিত মালামাল ও ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার রাতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার আক্তার হোসেন।

পুলিশ সুপার আক্তার হোসেন জানান, গত ১২ ডিসেম্বর রাতে লস্করপুর ভ্যালির সার্কেল চেয়ারম্যান ও চন্ডিছড়া চা বাগানের ডিজিএম কেএম এমদাদুল হক স্ত্রী ও সন্তানদের নিয়ে তেলিয়াপাড়া চা বাগানের বাংলোতে বেড়াতে যাচ্ছিলেন। তারা রাত সোয়া ১০টার দিকে তেলিয়াপাড়া চা বাগানের রাস্তায় পৌছলে ১৫/১৬ জনের একদল দুর্বৃত্ত তাদের গাড়ির গতি রোধ করে। তারা ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাদের নিকট থেকে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এ সময় তারা আরও একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা থামিয়ে যাত্রীদের নিকট থেকে ৬টি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ২৬ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় কেএম এমদাদুল হকের গাড়ি চালক মো. রমজান আলী বাদি হয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ দেন। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেপ্তার করে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.