সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
১২ কোটি টাকা ব্যয়ে রাজনগরে সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান আওয়ামী লীগ মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করেছে -এমপি আবু জাহির ভারতের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শ্রীমঙ্গল রাজনগরে চোলাই মদসহ আটক -১ দেড়শ রানেই ভারতকে আটকাল বাংলাদেশ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তারকে শায়েস্তাগঞ্জের বাণীর সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জ নদীতে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজের পর একজনের লাশ উদ্ধার আজমিরীগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষন না করানো ও সম্মানহানিকর বক্তব্যের অভিযোগ

হবিগঞ্জ-২ আসনে স্বতন্ত্রসহ ১১ জনের মনোনয়ন দাখিল

বানিয়াচং প্রতিনিধি: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে হবিগঞ্জ-২ (বানিয়াচং আজমিরীগঞ্জ) আসনে ২ স্বতন্ত্র প্রার্থীসহ ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, কৃষক-শ্রমিক জনতা লীগ, ইসলামী ঐক্যজোট, বিএনএম, ইসলামি ফ্রন্ট।

গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল, স্বতন্ত্র প্রার্থী টানা ৩ বারের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, ব্যারিষ্টার মোস্তাক আহমদ, জাতীয় পার্টির শংকর পাল, কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ, ইসলামী ঐক্যজোটের শেখ হিফজুর রহমান, তৃণমূল বিএনপির খায়রুল আলম, মোহাম্মদ সাদিকুর মিয়া তালুকদার, বিএনএমের এসএএম সোহাগ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হামিদ, বাংলাদেশ কংগ্রেস’র মোঃ জিয়াউর রশিদ উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা…. কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সকল প্রার্থীই জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে জানান, জনগনের ভোটে নির্বাচিত হলে বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলাকে সুপরিকল্পিতভাবে অকল্পনীয় উন্নয়ন করবেন। পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের জন্য ভোটাররা তাদের ভোট প্রয়োগের আহবান জানান।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.