সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

খবরের শিরোনাম:
১২ কোটি টাকা ব্যয়ে রাজনগরে সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান আওয়ামী লীগ মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করেছে -এমপি আবু জাহির ভারতের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শ্রীমঙ্গল রাজনগরে চোলাই মদসহ আটক -১ দেড়শ রানেই ভারতকে আটকাল বাংলাদেশ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তারকে শায়েস্তাগঞ্জের বাণীর সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জ নদীতে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজের পর একজনের লাশ উদ্ধার আজমিরীগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষন না করানো ও সম্মানহানিকর বক্তব্যের অভিযোগ

আজ দ্বিতীয় তারাবির তিলাওয়াতে যেসব বিষয়বস্তু আছে

ডেস্ক রিপোর্ট ,পবিত্র মাহে রমজানের আজ দ্বিতীয় তারাবিহ নামাজ দেশের মসজিদগুলোতে কোরআনের সুরা বাকারার ২০৪ নং থেকে সুরা আল-ইমরানের ৯১ নং আয়াত পর্যন্ত তিলাওয়াত হবে।

আল্লাহ তা’আলা পবিত্র কোরআন মাজিদের এ অংশে দৈনন্দিন জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যে বিধিবিধান বর্ণনা করেছেন।

  • বিধবা নারীদের ইদ্দতের সময়কাল ৪ মাস ১০দিন।
  • যারা চার মাস বা তার বেশি সময় স্ত্রী সংশ্রব থেকে বিরত থাকার শপথ করবে, তারা যদি তাদের শপথ না ভাঙে এবং চার মাস স্ত্রী থেকে দূরে থাকে, তাহলে তাদের বিয়ে ভেঙে যাবে। তবে চার মাস অতিক্রান্ত হওয়ার আগেই শপথ ভেঙে ফেললে বিয়ের সম্পর্ক ঠিক থাকবে এবং ওই কসমের জন্য কাফফারা দিতে হবে।
  • স্ত্রীর ওপর স্বামীর অধিকার, স্বামীর ওপরও স্ত্রীর অধিকার নিয়ে বর্ণনা করা হয়েছে।
  • স্বামীরা (পুরুষ) যেনো তাদের স্ত্রীদের (নারী) মাসিকের সময় যৌনমিলন বা সহবাস থেকে বিরত থাকে।
  • দান-সদকা করে খোটা দেওয়া গর্হিত স্বভাব। দান করে খোটা দেওয়ার চেয়ে সুন্দর কথা বলে মানুষকে বিদায় দেওয়া ভালো।
  • শিশুর দুধ পানের সময়কাল তার বয়স দুবছর হওয়া পর্যন্ত। এ সময়ের মধ্যে জন্মদাত্রী মা বা দুধ মা শিশুকে দুধ পান করাবে।
  • আল্লাহর ভালোবাসা পেতে আমাদের কর্তব্য আল্লাহর রাসুলকে অনুসরণ করা। আল্লাহর রাসুলের অনুসরণের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা লাভ করা যায়।
  • নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। নামাজের ব্যাপারে যত্নবান হওয়া, যথাযথভাবে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।
  • ইসলামে ইসলাম গ্রহণে কাউকে জোর-জবরদস্তি করার নিয়ম নেই। আল্লাহ সত্য ও মিথ্যা স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরেছেন। যার ইচ্ছা হেদায়াতের পথ গ্রহণ করতে পারে, যার ইচ্ছা ভ্রান্তির পথ গ্রহণ করতে পারে।
  • নারীদের তালাকের ইদ্দতে বিষয় বর্ণ না করা হয়েছে। অর্থাৎ স্বামী রাজঈ তালাক দেওয়ার পর তিন মাসিক পর্যন্ত সময়ের মধ্যে যদি ফিরিয়ে না নেয়, তাহলে তালাক চূড়ান্ত হয়ে যায় এবং নারীরা অন্য কাউকে বিয়ে করতে পারে।
  • আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। সুদ মিশ্রিত সম্পদ আল্লাহ ধ্বংস করেন, এবং দানের সম্পদ বৃদ্ধি করেন। কেউ সুদি কারবারে জড়িত থাকলে তার কর্তব্য হলো অবিলম্বে ওই লেনদেন থেকে সরে আসা, সুদের বকেয়া মাফ করে দেওয়া।
  • অর্থনৈতিক লেনদেন লিখে রাখতে হবে; যেন পরবর্তীতে এ বিষয়গুলো নিয়ে পারস্পরিক ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব বা মনোমালিন্য তৈরি না হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.