সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:

” আমি_তুমি “

মোঃ এনামুল হক
পথ বেছে নেয়ায় কি ভুল ছিল?
নইলে দিনশেষে ফুরোলো কেন পথ?
অথচ কথা ছিল যূথবদ্ধ পথ চললে কখনোই পথ ফুরোবে না,
হাতের মুঠো থেকে তাই হাত ছাড়িনি কখনোই,
ক্রমাগত হেঁটে যেতে থাকলেই পথ তৈরি হয়
আর থেমে গেলেই শেষে-
আমরা বিশ্বাস করতাম সে কথা!
তবে কি আমরা থেমে গিয়েছিলাম?
একদিন তুমি বলেছিলে
হাজার বছর ধরে পথে হেঁটে জীবনানন্দ ক্লান্ত হয়েছিল,
কারণ বনলতা সেন পথ হাঁটেননি তার সাথে!
আমি অক্লান্ত হেঁটে হাজার নয় লক্ষ বছর চলবো,
কেননা হাত ছেড়ে দেবে না তুমি কখনোই!
তবে কেন গোধূলিবেলায় পথ হারিয়ে কাঁদছি?
আমরা আসলে পথচলা থামাইনি,
একটানা হেঁটেই গিয়েছি,
তবে হাঁটতে হাঁটতে হাতের মুঠো থেকে হাত ছেড়ে দিয়েছিলাম কেবল

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.