সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:

উষ্ণতার অনটন

ময়নুল ইসলাম
অবশেষে ঠোঁট ফাটে,বুক কাঁপে,কাঁদে মন
শীতে নয়, সেটি উষ্ণতার অনটন !
পতিত হয় হৃদয়ের সুবিশাল জমিন
হয়ে যায় সতেজ জীবন খরা,হয়ে-‘একটা তুমি’হারা !
দিশেহারা পথিক কর্মক্লান্ত পা’দুটো হারিয়ে
পেরোয় অর্ধজীবন একা একা মেঠোপথ মাড়িয়ে !
চোখ হতে ঝরে পরে রক্তবৃষ্টি, মন থাকে রুক্ষ
মরে মন, বাঁচাতে শীতার্ত পত্রহীন কোনো বৃক্ষ !
মস্তিষ্কের শিরা উপশিরায় আসে অসাড়তা,বাজে
বিরহ সংগীত মনে,কোনো কমনীয় কামনার উপোসে !
শূন্যদৃষ্টির সুনয়নার চোখে চেয়ে
জীবন যায় হারিয়ে,হয়তো ‘একটা তুমি’ কাছে না পেয়ে !
অজান্তেই হয়ে ওঠে জীবন শুধা রসহীন
উঠোনে-আড়ালে উঁকি দিয়ে আসে একদিন উষ্ণতার অনটন !
একদিন ঠোঁট ফাটে,বুক কাঁপে,কাঁদে মন
শীতে নয়, সেটিই মুলতঃ উষ্ণতার অনটন !

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.