সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:১৩ অপরাহ্ন

খবরের শিরোনাম:
১২ কোটি টাকা ব্যয়ে রাজনগরে সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান আওয়ামী লীগ মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করেছে -এমপি আবু জাহির ভারতের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শ্রীমঙ্গল রাজনগরে চোলাই মদসহ আটক -১ দেড়শ রানেই ভারতকে আটকাল বাংলাদেশ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তারকে শায়েস্তাগঞ্জের বাণীর সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জ নদীতে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজের পর একজনের লাশ উদ্ধার আজমিরীগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষন না করানো ও সম্মানহানিকর বক্তব্যের অভিযোগ

একাকীত্ব

ময়নুল ইসলাম
আজকাল আমার একাকীত্বের অসুবিধে বলতে
একটিই,ভোরের আলো ফুটলে
মশাগুলো যায় পালিয়ে,দিনে মাছিদের নাগাল পাইনা-
ঘরে ভুক্তাবশিষ্ট আহারাদি থাকেনা বলে!
দুটো মাকড়শা আর একটা টিকটিকি
হটাৎ হটাৎ ওরা চলে আসে খুব কাছে,
শরীর ঘেঁষে কিছুক্ষন দাঁড়িয়ে-আমার দেহকে
অসাড় পতিত বস্তু মনে করে ভুল করে ওঠে পরে বুকে !
কিছুক্ষন থমকে থাকে,আমার তলপেট বেয়ে
নামার সময় হয়তো অনুভব করে দেহের উত্তাপ,
তারপর পড়িমরি করে
খুব দ্রুত নেমে যায় আমার শরীর থেকে !
ওরা নেমে যাওয়ার পরের সময়টুকুতে,আমি
হয়ে পড়ি বড় বেশী একা ! একাকীত্বের
ধারালো বিষদন্তের দংশনে দংশনে আমি
মৃতপ্রায় হয়ে সটান পরে থাকি মেঝেতে !
টিকটিকিটা পোয়াতি রমনীর মতো
হেলেদুলে হাঁটতে হাঁটতে চলে যায়…
আমি বিস্ময়াভিভূত দৃষ্টিতে চেয়ে থাকি
টিকটিকিটার তুলতুলে মোলায়েম দেহসৌষ্ঠবে!
এরপর মাকড়শাটি নির্বিঘ্নে আসে কাছে,
আমার শরীরে তার শরীরের সুতো জড়িয়ে,
সুতোয় সুতোয় জোড়াতালি দিয়ে
তৈরি করতে চায় একটি পারিবারিক বন্ধন !
শারীরিক সুতোর বন্ধনীর মাধ্যমে আমাকে একটা
গৃহপালিত পুরুষ করে তুলতে-শরীরের বিভিন্ন স্থান
ঘুরেঘুরে প্রদান করে অযৌন প্রজননের সুড়সুড়ি !
আমি মাকড়সার মানবিক গুণাবলীতে মুগ্দ্ধ
হয়ে বাড়িয়ে দিতে চাই আমার কনিষ্ঠাঙ্গুল !
আমি একটু ভালো করে তাকিয়ে দেখি,কনিষ্ঠাঙ্গুলটি
আমার হাতে নেই,দেখি আমার অনামিকা-মধ্যমা-তর্জনীতে
জমে আছে কিছু কষ্ট ! দেখি বৃদ্ধাঙ্গুলটি খেয়ে ফেলেছে
একটি রমণীর ভরা যৌবনের এক অপ্রতিরুদ্ধ ক্ষুধা …!
আজকাল আমার একাকীত্বের অসুবিধে বলতে
একটিই,ভোরের আলো ফুটলে তোমায় দেখিনা, আমার
বুকের উপরে প্রিয় রমণীর হৃদয়ের টিকটিক শব্দ শুনিনা…
হয়তো সেটিই আজ একাকীত্বের সবচেয়ে বড় সুবিধা !

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.