সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন

“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”

কাজী মোহাম্মদ মোস্তফা কামালঃ শত বছরের শত সংগ্রাম শেষে, রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে – জনতার মঞ্চে দাঁড়ালেন।

তখন পলকে দারুন ঝলকে তরীতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা।

কে রোধে তাহার বজ্রকন্ঠ বাণী? গণসূয্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শায়েস্তাগঞ্জ পৌরসভার পক্ষ হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

শায়েস্তাগঞ্জ পৌরসভা ছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানও পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.