সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
১২ কোটি টাকা ব্যয়ে রাজনগরে সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান আওয়ামী লীগ মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করেছে -এমপি আবু জাহির ভারতের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শ্রীমঙ্গল রাজনগরে চোলাই মদসহ আটক -১ দেড়শ রানেই ভারতকে আটকাল বাংলাদেশ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তারকে শায়েস্তাগঞ্জের বাণীর সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জ নদীতে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজের পর একজনের লাশ উদ্ধার আজমিরীগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষন না করানো ও সম্মানহানিকর বক্তব্যের অভিযোগ

 ” চলে যেতে যেতে “

ইভা আলমাস
কখন যে প্রেম শেষ হয়ে শুধু চিটা পড়ে রয় কে বলতে পারে!
মনে হয় জীবনে যা কিছু আছে সব খোসার মতোই নষ্ট সারে সারে।
সবুজ অন্ধকার,মোলায়েম রাত
আর নক্ষত্রের গান
কখন যে হয়ে যায় অর্থহীন
অথবা দীপ্রমান!
জানালার ফাঁক গলে সোনালি ভোর হঠাৎ করেই হয়ে যায় বিসদৃশ্য বিদঘুটে
ধূসর কণার আবরণে ঢেকে যায় কৈশরী প্রেম,অভিমানে যায় টুটে।
হৃদয়ের গভীর বিশ্বাসে হঠাৎই দোলে অবিশ্বাসের ঢেউ
কাতর চোখ বিমর্ষ চুল আলুথালু বসন খুঁজে ফেরে পেছনে ফেলে যাওয়া কেউ।
শান্ত ঘুম হাতড়ে ফিরে
বহুদিন কাছে ছিল যে
খুঁজে শুধু আকাশের নীল লাল তারার মাঝে আনন্দ হয়ে বুকে ছিল যে।
সে আর আসবেনা জ্যোৎস্নার নরম গা ঘেঁষে বুকের ব্যালকনিতে
কামিনীর স্নিগ্ধ পরিবেশে।
মানুষের দেয়া ব্যথায় কাতর
শরবিদ্ধ আজ মন
দাঁড়কাক অশ্বত্থের নীড়ে অযাচিত ডানা ঝাপটায় যেমন।
কুয়াশার আস্তরণে সুদূরের কুহেলিকার মতো লুকিয়ে আছে যে সে কি আমার সেইজন
নাকি ঘুমহারা তপ্ত চোখের মরুপ্রান্তে ললাট ছোঁয়ানো ভুলের আলাপন!
ঝরে গেলো জীবন থেকে যার প্রেমময় ভালোবাসা আদর
শুধু যেতে যেতে  দিয়ে গেলো একরাশ অপমান ঘৃণা আর শত অনাদর…

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.