সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:

” তুমি আছো তাই “

শফিকুল ইসলাম
তুমি আছো তাই, আজো খুঁজে পাই
সকাল দেখার মানে
তুমি আছো তাই, জীবন ভাসাই
বহতা নদীর গানে।
তুমি আছো তাই, বদলে যায়নি
চাঁদের মায়াবী মুখ
তুমি আছো তাই, দেয়ালে দেয়ালে
শ্লোগান উন্মুখ।
তুমি আছো তাই, পাখি গান গায়
ফসলের মাঠে ঢেউ
তুমি আছো তাই, বিদ্রোহ করে
হাত উঁচিয়ে কেউ।
তুমি আছো তাই, কবিতার ভাষা
জানে হৃদয়ের কথা
তুমি আছো তাই, রাতের আকাশ
জমিয়ে রেখেছে ব্যথা।
তুমি আছো তাই, ফুলগুলো সব
হাসিমুখে ঝরে যায়
তুমি আছো তাই, বালিহাঁস মন
বালিকার পিছু ধায়।
তুমি আছো তাই, ব্যস্ত নগরে
সচল গাড়ির চাকা
তুমি আছো তাই, রঙের মেলায়
নিজেকে লুকিয়ে রাখা।
তুমি আছো তাই, দুঃখ উড়িয়ে
মেলে দেয়া যায় ডানা
তুমি আছো তাই, মন-ক্যানভাসে
প্রজাপতি আনাগোনা।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.