সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:

” নীল বেলুন ও জীবন “

শহীদুল ইসলাম জিতু
নীল বেলুন কিনেছি
কিছুদিন উড়াবো
অতঃপর যদি ফুরোয় কিংবা ফুরিয়ে যাই
তখন ফিরবো
পানির অবহেলা বুকে নিয়ে শুকিয়ে যাওয়া নদীতে যেমন রোদ্রের দগ্ধতায় ফাটল দাগ জাগে
বয়সী পৃথিবীর আঁচড়  আমার শরীর জুড়ে তেমন দাগ এঁকে গেছে
স্নায়ুর দুর্বলতায়  হাত কাঁপে,  পা – কাঁপে,  ঘাড়- মাথা ঠোঁট কাঁপে
কন্ঠ কাঁপে
শব্দ কাঁপে
 নীল বেলুন কিনেছি অনেক ;
কিছুদিন তাই উড়াবো
শৈশব যেনো ফড়িং এর রঙিন ডানা
মাকড়সার জালে জড়িয়ে গেছে
মৃতপ্রায় চোখে স্মৃতির এমন চলচ্চিত্র
পুনঃপ্রচার হয় ; হতেই থাকে
অতঃপর
সবিনয় আবেদন নিয়ে ঈশ্বরের শরণাপন্ন হই
পাশেই দেখি যীশু এখনও ক্রুশ-বিদ্ধ!
এবং আমি ফিরে আসি
দেখি আকাশ অভিন্ন ; নীল
কিছুদিন নীল বেলুন  উড়াবো।
একদিন এসে সব ফুরোয় — শৈশব ফুরোয়,
যৌবন ফুরোয়
জীবন ফুরোয়
আমিও ফুরাবো
ফুরোবে নীল

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.