সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:

” পরান “

মোঃ এনামুল হক
একটা পরান কয়বার মরে কইতে পারো?
পারলা না তো!
ঠিকাছে মুই কই!
যত্তবার তার প্রিয় মানুষটা তারে আঘাত করে,
তত্তবারই মরে!
জলের মাছ ডাঙ্গায় উডাইলে য্যামন ধরফরাইয়া মরে,
হেই রহম খাবি খাইতে খাইতেই মরে!
একটা পরান কহন বেশি কইরা পোড়ে কইতে পারো?
আবারও পারলা না তো!
ঠিকাছে এইবারও মুই-ই কই!
যহন প্রিয় মানুষটা তারে অবহেলা করে,
জাইন্না রাহো হের চাইয়া বেশি পোড়ানোর সাধ্য আর কারোরই নাই!
দাউদাউ কইরা আগুন জ্বইলা উঠলে হের মইদ্যে
একমুঠ তূষ ছিটাইয়া দিলে য্যামনি ধিকধিক কইরা পোড়তে থাহে,
হেইরহম কইরা অঙ্গার হইয়াই পোড়ে!
মারতে মারতে যে পরানডারে বাঁচাও,
হেরবাদেই তারে আবার গলা চাইপা মাইরা ফালাইতে চাও!
এই মারো, এই বাঁচাও- এক পরাণে আর কত সইতে পারে কও!
তারচাইয়া কামারের দোকানে বরং পাঠাইয়া দ্যাও,
হাঁপরের ফুঁয়ে জ্বইলা জ্বইলা নিজের শরীরের ধার বাড়াই!
নিজে আর কতোবার মরমু,
এইফির মারমু!
মরতে মোর যে আর একটুও ভালো লাগে না!

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.