শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন

“পরিণতি”

মোঃ ইয়াসিন আহমেদ রাফি
————————–
  বাড়ছে গরম,
       পুরছে শহর।
    দিচ্ছে যেন নতুন খবর,
 যেমন কর্ম তেমন ফল,
 ধ্বংসের খেলা বন্ধ কর।
পাপী হাতে তুলি জল,
    বৃক্ষ প্রেমে এগিয়ে চল।
গাছ বাঁচালে
        বাঁচবে জীবন,
না হলেই রবে মরণ।
   শেষ হবে প্রাণের ভুবন,
      হারিয়ে যাবে মানব জীবন,
পরিণতি ডাইনোসর।
   নীল গ্রহ ধ্বংসের স্তর।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.