সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:

” পুনরাবৃত্তি ও জীবন্মৃত “

শহীদুল ইসলাম জিতু
আমি সেই পুরানো আমিই
শরীর থেকে খসে পড়েনি কিছুই।
 একচেটিয়া রাগ,  ইগো,  অনিয়ন্ত্রিত অভিযোগ,
প্রেম-শূন্যতা
এখনও দাপটের সাথেই জাপ্টে থাকে আমাকে।
তোমার মত তারা
আমাকে ছেড়ে যায়নি।
আমার ক্রমবর্ধমান ভালোবাসা দেখে
যখন হিংসুকেরা হিংসে করতো
ঠিক তখন তুমি
তোমার জন্য এ বুকে ভালোবাসা দেখতে পেলে না ; প্রেমহীনতার তকমা জড়িয়ে দিয়েছো আমার গায়ে ।
পরিবার পরিজন আত্মীয় বন্ধু বর
 সকলেই  বলতো
আমি নাকি কেবল তুমি কেন্দ্রিক হয়ে গেছি
অথচ তোমার পৃথিবীর আকাশে বাতাসে নাকি আমার গড়া অবহেলার ধূলো পাহাড় গড়ছে
তোমার পৃথিবী গুমোট হয়ে গেছে ;
নিঃশ্বাস নিতে কষ্ট হয়।
এভাবে কারণে অকারণে কেবল দূরত্ব বাড়ালে ; অকস্মাৎ ছেড়ে গেলে
আমি তোমাকে আটকাতে পারিনি।
হঠাৎ একদিন তুমিও আবিষ্কার করবে
তোমার পা থেকে সরে গেছে মাটির স্তর
পৃথিবী ভেঙে তুমি
শূন্যতার মাঝে  পড়ে যাচ্ছো
গভীর থেকে গভীরে,  অতল থেকে অতলে
আরও অতলে।
প্রচন্ড চিৎকারগুলো শব্দ শূন্য হয়ে
কন্ঠনালী চেপে ধরেছে
ভয়ে তোমার বুক শুকিয়ে যাচ্ছে
মস্তিষ্কে রক্তচাপ কোনমতেই থামাতে পারছো না
তোমার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে
প্রচন্ড যন্ত্রণাদায়ক একটা জীবন্ত-মৃত্যু নিয়ে
তুমি ফুরিয়ে যাচ্ছো
চোখের সম্মূখে স্থির হয়ে যাচ্ছে  অতীত ও বর্তমান পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
অতঃপর একবুক অনুশোচনা সমেত তুমি
আমার কাছে ফিরতে চাইবে
আমি বলবো –
তুমি ছেড়ে যাবার সময়কালটুকুতে
আমারও এমন লেগেছিলো।
আমি সেই পুরানো আমি
কেবল
এখন আমি  জীবন্মৃত!

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.