সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:

” প্রতিটি শূন্যতাই একক, অবিনাশী “

 শফিকুল ইসলাম
সোভিয়েত ভেঙে একুশ রাষ্ট্র
জার্মান,আমিরাত যুক্ত হয়েছে
অনেক কিছুই আগের মতো নেই।
যেভাবে নেই খেলার মাঠ
অতিথি আনাগোনা
নির্বিঘ্ন অবকাশ।
ঘন পাহাড় ফুড়ে ছুটছে পাতালরেল
বস্তি দখল
শতবর্ষী বৃক্ষের বুকে সুরম্য বাড়ি।
কিছুই শূন্য থাকেনি
হাইড্রার মতো এক মস্তকে অসংখ্য মাথা
মানব ভূমিতে দানব
গম্ভীর স্বরে রোবোটিক কথোপকথন।
মানুষের মতোই অন্য মানুষ
মাঠের মতোই কৃত্রিম গালিচা
গাছের মতোই নান্দনিক বনসাই।
প্রতিটি শূন্যস্থানে জমেছে ভার্চুয়াল কণা
কিছুই শূন্য নেই, কিছুই শূন্য থাকে না
তবুও…
পরিপূরক পূর্ণতা নয়।
এই যে কোলাহল ঘিরে আমার উপস্থিতি বিলীন
আমাকে ভুলিয়ে রাখতে নানা আয়োজন
আমার মতোই অনর্গল কথা বলে যাচ্ছে কেউ
কিন্তু আমার মতো কি?
পুনশ্চঃ
কোনো শূন্যতারই পূর্ণতা হয় না
প্রতিটি শূন্যতাই একক,অবিনাশী।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.