সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:

বানিয়াচংপুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩সদস্য গ্রেফতার

আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জের বানিয়াচং থেকে চারটি চোরাই মোটরসাইকেল একটি কম্পিউটার ও একটি অটোরিকশা উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। এ সময় মোটরসাইকেল চোরাই চক্রের হোতা জাহাঙ্গীর (৩৪),কম্পিউটার চোর টিটু দাশ জীবন(২৯) ও অটোরিকশা চোর সাজু(২৫)পুলিশের অভিযানে গ্রেফতার হয়। বৃহস্পতিবার(১৯ অক্টোবর)রাত সাড়ে ৮টায় বানিয়াচং থানায় সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন হবিগঞ্জ জেলার বানিয়াচং সার্কেলের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে। এ সময় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও ওসি তদন্ত আবু হানিফ এবং থানার কর্মরত অফিসারগন উপস্থিত ছিলেন। সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান,বুধবার বিকাল ৪টায় হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক রোডের শাহী ঈদগা এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেল বিক্রয়কালে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর কে। পরবর্তীতে জাহাঙ্গীর কে জিজ্ঞাসাবাদ করে আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর একজন আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। সে একজন মাদকসেবী ও মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অন্যদিকে বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১১টি ল্যাপটপ চুরির ঘটনার মামলার সূত্রে আসামী টিটু দাশ কে ১৮ অক্টোবর সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং মামার দোকান এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও বৃহস্পতিবার (১৯ অক্টোবর)পাশ্ববর্তী নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের এলাইছ মিয়ার পুত্র সাজু(২৫)কে একটি চোরাই অটোরিকশা সহ গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে বানিয়াচং সার্কেলের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্ত অন্যান্য আসামীদের গ্রেফতার করতে থানা পুলিশ কাজ করে যাচ্ছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.