সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:

ভরদুপুরে

মোস্তফা মঈন
লোকটা মাটি ও কিষাণের নামে— আমন ও আউশের
নামে গান ধরে।
বর্ষায়, বৃষ্টি ও শ্রাবণের নামে— সূর্য ও মেঘের
নামে— মাঠে-মাঠে
মুদ্রিত করে ধান ও শস্যের গান।
কোলা হাতে কিষাণীরা— কোমরে আঁচল বেঁধে
পূবাল বাতাসে ধান ওড়ায়।
খোলা ভরে ওঠে কাড়ি-কাড়ি আউশের ধান। টিন আর খড়ের
ছাউনি ঘরে
তখন আর কোনো দুঃখই থাকে না।
লোকটা নাকি নদী ও সমুদ্রলিপিও জানে।
পাহাড় যখন ঝরনা নামায়—
অঝোরে নামে শ্রাবণ আকাশ— নদীরা তুলে আষাঢ়ের ঢেউ
জেলেরা জাল ফেলে
লোকটা তখন জলের ঢেউ ভাঙে
মুদ্রিত করে মাছ ও কৈবর্তের গান।
ঘাটে-ঘাটে তখন পদ্মার রূপালি ইলিশ, বোয়াল আর চিতলের হাট বসে।
চকচক করে ওঠে চোখ।
সুরেশ মাঝি হাতে-হাতে তুলে দেয় মাছ। বাড়িজুড়ে ভাজি ইলিশের ঘ্রাণ
ছড়িয়ে পড়ে।
তখন আর কোনো কষ্টই থাকে না।
রাতভর উঠোনজুড়ে ভর পূর্ণিমা ফোটে…
লোকটা তখন চাঁদ আর তারার পসরা সাজায়
তার ইশারায়—
আকাশের সব তারা পাখি হয়ে
নেমে আসে শিশুদের হাতে!
উঠোনে উঠোনে তখন আলোর পাখিরা— তারা পাখি
চাঁদ পাখি হয়ে খেলা করে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.