মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
১২ কোটি টাকা ব্যয়ে রাজনগরে সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান আওয়ামী লীগ মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করেছে -এমপি আবু জাহির ভারতের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শ্রীমঙ্গল রাজনগরে চোলাই মদসহ আটক -১ দেড়শ রানেই ভারতকে আটকাল বাংলাদেশ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তারকে শায়েস্তাগঞ্জের বাণীর সম্মাননা প্রদান শায়েস্তাগঞ্জ নদীতে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজের পর একজনের লাশ উদ্ধার আজমিরীগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষন না করানো ও সম্মানহানিকর বক্তব্যের অভিযোগ

হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার দায়িত্ব পালনের শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে তাঁর কার্যালয়ে আলেয়া আক্তারসহ পাঁচজনকে শপথ পড়ান।
সেখানে স্থানীয় সরকার, পল্লী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এবং টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার বলেন, “আলহামদুলিল্লাহ। হবিগঞ্জ জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে দায়িত্ব পালনের শপথ নিলাম। পবিত্র দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা, দোয়া এবং আশির্বাদ কামনা করছি।”
প্রসঙ্গত, গত ৯ মার্চ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার আনারস প্রতীকে ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তিনি হবিগঞ্জ জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.